Home আন্তর্জাতিক ব্রিটেনে ১৯ জুলাইয়ের পর থাকবে না স্বাস্থ্যবিধির কড়াকাড়ি

ব্রিটেনে ১৯ জুলাইয়ের পর থাকবে না স্বাস্থ্যবিধির কড়াকাড়ি

SHARE

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, তার দেশ লকডাউন পুরোপুরি তুলে নেওয়ার যে পরিকল্পনা করছে তাতে আগামী ১৯ জুলাইয়ের পর সেখানে কাউকে বাধ্যতামূলকভাবে মুখে মাস্ক পরতে হবে না এবং শারীরিক দূরত্বের বিধিও মানতে হবে না।

বাড়ি থেকে কাজের যে নিয়ম গত ১৬ মাস ধরে চালু ছিল, সে সময় তাও বিলুপ্ত হয়ে যাবে।

বিবিসির খবরে বলা হয়, আগামী ১২ জুলাই সর্বশেষ তথ্য পর্যালোচনা করে এই পরিকল্পনা চূড়ান্ত করা হবে।

১০ ডাউনিং স্ট্রিটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বরিস জনসন বলেন, ‘আগামীতেও স্কুলগুলোকে নিরাপদ বলয়ে রাখা, ভ্রমণ এবং সেল্ফ আইসোলেশনের নিয়ম বলবৎ থাকবে।’

তিনি বলেন, ‘টিকাদানে সাফল্যের কারণে সংক্রমণ এবং মৃত্যু কমিয়ে আনা সম্ভব হয়েছে। এ কারণেই স্বাস্থ্যবিধির আইনি বাধ্যবাধকতা তুলে নেয়া সম্ভব হচ্ছে।’

বরিস বলেন, ‘যখন আমরা টিকাদানে বড় সাফল্য পেয়েছি তখনই যদি আমরা না সামনে এগিয়ে যাই, তা হলে আর কখন?’

দেশটিতে এখন পর্যন্ত ৪৯ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মাঝে মৃত্যু হয়েছে ১ লাখ ২৮ হাজারের বেশি মানুষের।