Home আন্তর্জাতিক বিক্ষোভকারীদের ‘কথা শুনতে’ কিউবা কর্তৃপক্ষকে বাইডেনের আহ্বান

বিক্ষোভকারীদের ‘কথা শুনতে’ কিউবা কর্তৃপক্ষকে বাইডেনের আহ্বান

SHARE

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ‘নিপীড়ন’ ও দারিদ্রতার অবসানে বিক্ষোভকারীদের দাবির ‘কথা শুনতে’ সোমবার কিউবার কমিউনিষ্ট সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘স্বাধীনতা, মহামারী করোনাভাইরাসের মর্মান্তিক ছোবল, দশকের পর দশক ধরে চলা নিপীড়ন ও অর্থনৈতিক ভোগান্তি থেকে মুক্তির জন্য আমরা কিউবার জনগণের এবং তাদের করুণ ডাকের সাথে রয়েছি। কেননা, এসব ক্ষেত্রে তারা কিউবার স্বৈরাচারী সরকারের হাতে দমনের শিকার হয়ে আসছে।’

‘নিজেদের সমৃদ্ধশালী করার চেয়ে এই গুরুত্বপূর্ণ মুহূর্তে তাদের দেশের জনগণের কথা শুনতে এবং তাদের চাহিদা পূরণে কাজ করতে কিউবা সরকারের প্রতি যুক্তরাষ্ট্র আহ্বান জানিয়েছে।’