Home বিনোদন শাকিবের সঙ্গে পুনরায় জোড়া লাগানো সম্ভব নয়: অপু

শাকিবের সঙ্গে পুনরায় জোড়া লাগানো সম্ভব নয়: অপু

SHARE

জনপ্রিয় তারকা দম্পতি শাকিব খান-অপু বিশ্বাস। পর্দার মতো বাস্তব জীবনে ভালোবেসে সংসার বেঁধেছিলেন তারা। বিয়ের দীর্ঘ ৮ বছর পর দু’জন সংসার জীবনের ইতি টানেন ২০১৮ সালে। সম্প্রতি এই জুটির ভেঙে যাওয়া সংসার পুনরায় জোড়া লাগছে বলে গুঞ্জন উঠেছে।

এ বিষয়ে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, সংসার আবার জোড়া লাগানো সম্ভব নয়। ডিভোর্স পর্যন্ত চলে যাওয়ার পর আর কী থাকে? আমি আমার মতো করে সন্তান নিয়ে ভালো আছি। আমি আর চাইছি না।

২০১৬ সালে অপু বিশ্বাস প্রকাশ করেন তাদের দীর্ঘ ৮ বছরের বৈবাহিক সম্পর্কের কথা। আর এতেই বাধে বিপত্তি। এরপরই শাকিব খান-অপু বিশ্বাসের সম্পর্কের টানাপোড়েন প্রকাশ্যে আসে। সবশেষ তারা বিচ্ছেদের পথ বেছে নেন।