প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন। শুক্রবার (৩০ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শাওন নিজেই তা নিশ্চিত করেছেন।
পোস্টে শাওন লেখেন, ‘পজিটিভ।’ তবে এর থেকে বেশি আর কিছুই জানাননি তিনি। ফেসবুক পেজে পোস্টটি শেয়ার করার পর থেকে সকলেই তার সুস্থতার জন্য দোয়া করছেন।
এদিকে ঈদ উপলক্ষে প্রকাশিত হয়েছে তার কন্ঠে ‘নিশা লাগিলো’ শিরোনামের একটি গান। হাসন রাজার এই গানে তিনি দ্বৈত কন্ঠ দিয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীরর সঙ্গে। এরইমধ্যে গানটি শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।