Home রাজনীতি অপরাজনীতির আবর্জনা সরিয়ে পরিচ্ছন্ন বাংলাদেশ আমরাই গড়বো : শেখ পরশ

অপরাজনীতির আবর্জনা সরিয়ে পরিচ্ছন্ন বাংলাদেশ আমরাই গড়বো : শেখ পরশ

87
0
SHARE

মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর উদ্যোগে গৃহীত সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১১ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে একথা বলেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে উপস্থিত যুবলীগের নেতাকর্মীদেরকে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার অঙ্গিকার ব্যক্ত করে শপথ বাক্য পাঠ করান তিনি।

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাদের প্রিয় মাতৃভূমিকে সোনার বাংলা রূপে গড়ে তুলতে, বিশ্ব দরবারে বাংলাদেশকে সম্মানের আসনে অধিষ্ঠিত করতে শত প্রতিকূলতা সত্ত্বেও দিনরাত কাজ করে যাচ্ছেন। প্রিয় নেত্রীর সেই অদম্য অগ্রযাত্রায় যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মীকে সমাজের জঞ্জাল সরিয়ে আদর্শিক সহযাত্রী হয়ে সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’র জন্মদিন উপলক্ষে যুবলীগ নানাবিধ মানবিক কর্মসূচি পালন করছে। সেই ধারাবাহিকতায় আজকের এই পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি।

যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে হলে আগে নাগরিক হিসেবে নিজেকে বদলাতে হবে। বাসযোগ্য পরিচ্ছন্ন পরিবেশ গড়তে হলে সরকারী উদ্যোগের পাশাপাশি ব্যক্তি, গোষ্ঠী সবাইকে ঐক্যবদ্ধভাবে আশেপাশের ঘড়বাড়ি, এলাকার ময়লা-আবর্জনা পরিস্কার করতে হবে। এখন ডেঙ্গু মশার প্রাদুর্ভাব দেখা দিয়েছে; ব্যক্তিক ও সামষ্টিকভাবে মানুষকে সচেতন করতে হবে। আশেপাশের জমে থাকা পানি, ময়লা-আবর্জনা সরিয়ে ফেলতে হবে। আর আমাদের সমাজে আরেক ধরণের আবর্জনা আছে; যারা ঘুষ গ্রহণ করে, অনৈতিক কাজ করে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, অপপ্রচার-গুজব সন্ত্রাস চালায়-সেইসব আবর্জনা পরিস্কারে যুবলীগকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে অপরাজনীতির আবর্জনা সরিয়ে পরিচ্ছন্ন বাংলাদেশ আমরাই গড়বো।

যুবলীগের পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের সঞ্চালক, যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল বলেন, যুবলীগের আজকের এই প্রতীকী পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীদের কাছে আমাদের একটাই বার্তা; রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অগ্রগতির বাংলাদেশকে আরও এগিয়ে নিতে, দেশকে পরিচ্ছন্ন করতে যুবলীগকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। যুবলীগের এমন মহতী উদ্যোগ দেশব্যাপী ছড়িয়ে পড়–ক-এটাই আমাদের প্রত্যাশা।

কেন্দ্রীয় শহীদ মিনারে যুবলীগের উদ্যোগে আয়োজিত পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনায় সহায়তা করেন বিডি ক্লিন।

এসময় উপস্থিত ছিলেন- যুবলীগের প্রেসিডিয়াম এ্যাড. মামুনুর রশীদ, মোঃ রফিকুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান পবন, মোঃ নবী নেওয়াজ, মোঃ মোয়াজ্জেম হোসেন, সুভাষ চন্দ্র হাওলাদার, ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার, তাজউদ্দিন আহমেদ, মোঃ জসিম মাতুব্বর, মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল পারভেজ, আবু মুনির মোঃ শহিদুল হক রাসেল, মশিউর রহমান চপল, এ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগ, প্রফেসর ড. মোঃ রেজাউল কবির, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন পাভেল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শামছুল আলম অনিক, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মুস্তাফিজ,

পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ হারিছ মিয়া শেখ সাগর, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মুকিত চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক এ্যাড. মুক্তা আক্তার, উপ-প্রচার সম্পাদক আদিত্য নন্দী, উপ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক এন আই আহমেদ সৈকত, উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফজলে রাব্বী স্মরণ, উপ-তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মোহাম্মদ মিসির আলি, উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রহমান, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম পাটোয়ারী, উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া শামীম,

উপ-ধর্ম বিষয়ক সম্পাদক হরে কৃষ্ণ বৈদ্য, সহ-সম্পাদক আবির মাহমুদ ইমরান, তোফাজ্জল হোসেন তোফায়েল, মোঃ রাজু আহমেদ, মোঃ মাইদুল ইসলাম, মোঃ আলামিনুল হক আলামিন, মোঃ আবদুর রহমান জীবন, মোঃ আরিফুল ইসলাম, মোঃ আলমগীর হোসেন শাহ জয়, মোঃ কামরুল হাসান লিংকন, মোঃ বাবলুর রহমান বাবলু, হিমেলুর রহমান হিমেল, আহতাসামুল হাসান ভূইয়া রুমি, মোঃ মনোয়ারুল ইসলাম মাসুদ, মোঃ মনিরুল ইসলাম আকাশ, এ্যাড. মোঃ জয়নাল আবেদীন চৌধুরী রিগ্যান, মোঃ নাসির উদ্দিন মিন্টু, কার্যনির্বাহী সদস্য কায়কোবাদ ওসমানী, মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ, প্রফেসর ড. বিমান চন্দ্র বড়–য়া, মোঃ হুমায়ুন কবির, এ্যাড. মোঃ গোলাম কিবরিয়া, শেখ মাতিন মুসাব্বির সাব্বির,

প্রফেসর ড. মোঃ আরশেদ আলী আশিক, জি এম গাফফার হোসেন, মোঃ মেহেরুল হাসান সোহেল, রাজু আহমেদ (ভিপি) মিরান, মোঃ মুজিবুর রহমান, ইঞ্জি. মোঃ মুক্তার হোসেন চৌধুরী কামাল, ইঞ্জিনিয়ার আবু সাইদ মোঃ হিরো, মানিক লাল ঘোষ, মোঃ মুজিবুর রহমান মুজিব, মোঃ তারিক আল মামুন, এ বি এম আরিফ হোসেন, ডাঃ মোঃ আওরঙ্গজেব আরু, এ্যাড. শেখ মোঃ তরিকুল ইসলাম, এ্যাড. মোঃ সাজেদুর রহমান চৌধুরী বিপ্লব, ড. মোঃ রায়হান সরকার রিজভী এবং ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলসহ কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ।