Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে কনসার্টে পদদলিত হয়ে নিহত ৮

যুক্তরাষ্ট্রে কনসার্টে পদদলিত হয়ে নিহত ৮

53
0
SHARE

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য টেক্সাসের হিউস্টন শহরে আয়োজিত এক কনসার্টে পদদলিত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও প্রায় ৩০০ মানুষ। স্থানীয় সময় শুক্রবার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

মার্কিন গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, র‌্যাপার ট্রাভিস স্কটের গান চলার সময় রাত সোয়া ৯টার দিকে বিপুল সংখ্যক ভক্ত মঞ্চের সামনের দিকে যেতে চাপাচাপি, ধাক্কাধাক্কি শুরু করলে আতঙ্কজনক অবস্থার সৃষ্টি হয়, অনেকেই অজ্ঞান হয়ে পড়েন।

হিউস্টনের দমকল বিভাগ জানায়, তারা পরে যে ১৭ জনকে হাসপাতালে নিয়ে যায়, তার মধ্যে ১১ জনেরই হৃদরোগজনিত সমস্যা দেখা দিয়েছিল।

এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেছেন স্থানীয় রাজনীতিবিদ লিনা হিদালগো, বিচারপতি হ্যারিস কাউন্টি। তিনি বলেন, আমাদের হৃদয় ভেঙে গেছে। লোকজন এ ধরনের অনুষ্ঠানে আসেন ভালো সময় উপভোগ করার জন্য। কিন্তু এমনই একটি আনন্দের অনুষ্ঠান বিষাদে পরিণত হলো।

দুই দিনের ওই সংগীত উৎসবের উদ্বোধনী রাতে প্রায় ৫০ হাজার মানুষ উপস্থিত হয়েছিল বলে জানিয়েছে হিউস্টন ক্রনিকল।

শরীরের বিভিন্ন অংশ কেটে যাওয়া কিংবা আঘাত পাওয়া অন্তত ৩০০ জনকে সংগীত উৎসবস্থলেই বানানো ফিল্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

উৎসবের দ্বিতীয় দিনের আয়োজন বাতিল ঘোষণা করা হয়েছে।