Home বিনোদন ফের মহেশের নায়িকা সামান্থা!

ফের মহেশের নায়িকা সামান্থা!

SHARE

মুক্তির অপেক্ষায় রয়েছে ‘বাহুবলি’ সিনেমাখ্যাত নির্মাতা এস এস রাজামৌলির ‘ট্রিপল আর’। এর কেন্দ্রীয় চরিত্রে আছেন জুনিয়র এনটিআর ও রাম চরণ।

এই নির্মাতার পরবর্তী সিনেমায় অভিনয় করবেন মহেশ বাবু। নাম ঠিক না হওয়া এ সিনেমার নায়িকা নিয়ে চলছে নানা জল্পনা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সিনেমাটিতে মহেশের বিপরীতে দেখা যাবে সামান্থা রুথ প্রভুকে। এর আগে ‘ডুকুড়ু’, ‘সীতাম্মা বাকিতলো সিরিমাল্লে চেতু’-এর মতো সিনেমায় এই জুটিকে দেখা গেছে।

যদিও নতুন সিনেমাটিতে সামান্থার অভিনয়ের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা দেননি নির্মাতা রাজামৌলি।

চলতি বছরের ২ অক্টোবর অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে ডিভোর্সের ঘোষণা দেন সামান্থা। তবে সব ভুলে কাজে মনযোগী হয়েছেন সামান্থা। বর্তমানে এ অভিনেত্রীর ঝুলিতে কয়েকটি সিনেমা রয়েছে।

অপরদিকে মহেশ বাবু ব্যস্ত রয়েছেন ‘সরকারু বারি পাতা’ সিনেমার শুটিং নিয়ে। সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন কৃতি সুরেশ।