ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। মৌসুমী ভৌমিকের গান করে সম্প্রতি আলোচনায় এসেছিলেন। তার কণ্ঠে ‘আমি শুনেছি সেদিন’ গানটি বেশ প্রশংসিত হয়েছে।
প্রভা আবারও আলোচনায়। এবার বাগদানের খবরে আলোচনায় তিনি। গণমাধ্যমে ছড়িয়ে পড়ে তার বাগদানের খবর। যদিও এ খবরটিকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছেন প্রভা।
প্রভা বলেন, ‘এগুলো পুরোপুরি ভুয়া খবর। আমার সাথে কথা না বলেই নিউজ করে দিয়েছে। যে আংটিকে বাগদানের বলা হচ্ছে সেটি আমার খালার। উনার গহনার বক্স থেকে আমি এটা নিয়ে এসেছি। ‘
প্রভা আরও বলেন, ‘আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই। যদি ভবিষ্যতে করি তাহলে অবশ্যই সাংবাদিকদের জানাব না। আমার স্বামীর জীবনটা ধ্বংস করে দেবে। আপাতত কোনো রকম প্রেম, ভালোবাসা আমার মধ্যে বিরাজ করছে না। আমি আসলে আমার বাবা-মাকে নিয়েই ভালো আছি। আলহামদুলিল্লাহ।’
লাস্যময়ী এ অভিনেত্রী গানেও বেশ পটু। তিনি গেয়েছেন মৌসুমী ভৌমিকের ‘আমি শুনেছি সেদিন তুমি’ গানটি। শ্রোতাপ্রিয় গানটি কভার করে নিজের ইউটিউবে প্রকাশ করেছেন প্রভা। ভিডিওতে মডেল হয়েছেন অভিনেত্রী নিজেই। গান করা প্রসঙ্গে প্রভা বলেন, ‘ছোটবেলা থেকেই আম্মু আমাকে দিয়ে গান করাতে চেয়েছিলেন। কিন্তু আমার ভালো লাগত না। বন্ধুদের সামনে গুনগুন করতাম, তারা প্রশংসা করত, উৎসাহ দিত।’
আড্ডার ছলেই ‘আমি শুনেছি সেদিন তুমি’ গানটি করেছেন এ অভিনেত্রী। এটিকে পরীক্ষামূলক বলছেন তিনি। তার ভাষায়, ‘নিজেকে যাচাই করার জন্য গানটি করেছি। ইমরানের স্টুডিওতে একদিন আড্ডার ছলেই গানটি রেকর্ড করি। এরপর দেখলাম মন্দ হয়নি। পরে ইউটিউবে শেয়ার করি।’