Home জাতীয় কোস্টগার্ডের প্রয়োজনে যা দরকার তা করবে সরকার : প্রধানমন্ত্রী

কোস্টগার্ডের প্রয়োজনে যা দরকার তা করবে সরকার : প্রধানমন্ত্রী

SHARE

কোস্টগার্ডকে আধুনিক ও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, কোস্টগার্ডকে আধুনিক ও শক্তিশালী করার জন্য যা যা প্রয়োজন সেটা সরকার করবে।

আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ কোস্ট গার্ডের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, কোস্টগার্ডের জন্য জাহাজ, হোভারক্রাফট, দ্রুতগামী বোটসহ অত্যাধুনিক নৌযানের ব্যবস্থা করেছে সরকার।

তিনি বলেন, দক্ষিণাঞ্চলে আরেকটি শিপইয়ার্ড তৈরির বিষয়টি চিন্তা করছে সরকার। যে পরিকল্পনা ও কাঠামো তৈরি হচ্ছে তার ভিত্তিতে প্রজন্মের পর প্রজন্ম উন্নয়ন অব্যাহত রাখতে সক্ষম হবে বলে আশাবাদ জানান প্রধানমন্ত্রী।

সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে ভূমিকার জন্য বাহিনীর সদস্যদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।