Home আন্তর্জাতিক প্যারিসে ট্রেন স্টেশনে ছুরি বহনকারী ব্যক্তিকে গুলি করে হত্যা

প্যারিসে ট্রেন স্টেশনে ছুরি বহনকারী ব্যক্তিকে গুলি করে হত্যা

41
0
SHARE

প্যারিসের একটি ট্রেন স্টেশনে ছুরি হাতে হুমকি দেওয়া এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে ফ্রান্সের পুলিশ।

তাদের দাবি, ওই ব্যক্তি এক ফুট দীর্ঘ ছুরি নিয়ে দুই পুলিশ সদস্যকে আক্রমণ করে।

সোমবার স্থানীয় সময় সকাল ৭টার এ ঘটনায় কোনো পুলিশ আহত হয়নি। তবে একে সন্ত্রাস সংশ্লিষ্ট ঘটনা বলে মনে করছে না কর্তৃপক্ষ।

জানা গেছে, ওই ব্যক্তির হাতে থাকা ছুরিতে পুলিশবিরোধী বক্তব্য লেখা ছিল। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন এক টুইট বার্তায় লিখেছেন, ‘পুলিশ তাদের আগ্নেয়াস্ত্র ব্যবহার করে, এভাবেই তারা নিজেদের এবং ভ্রমণকারী উভয়ের জন্য সব বিপদ নির্মূল করে।’

এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি সিঁড়ি দিয়ে উঠছিলাম। ডান দিকে চিৎকার শুনলাম। দেখলাম বেশ লম্বা এক পুরুষের হাতে বড় একটি ছুরি নিয়ে দুই-তিন সশস্ত্র পুলিশ সদস্যকে হুমকি দিচ্ছে। পুলিশ আমাদের প্লাটফর্মে উঠে মেঝেতে শুয়ে পড়তে বলে।’

পরিবহনমন্ত্রী জেন-বাপতিস্তে পরে জানান, স্টেশনে ঘুরে বেড়ানো ওই ব্যক্তি পুলিশের কাছে আগেই পরিচিত ছিল। তিনি বলেন, ‘সে ছুরি নিয়ে পুলিশের ওপর আক্রমণ করতে গেলে তারা তাদের অস্ত্র ব্যবহারে বাধ্য হয়।’

প্যারিসের প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে. এ ঘটনায় হত্যাচেষ্টার অপরাধে একটি তদন্ত শুরু হয়েছে।
খবর বিবিসি