Home বিনোদন মালদ্বীপে হানিমুনে যাচ্ছেন মিম

মালদ্বীপে হানিমুনে যাচ্ছেন মিম

SHARE

বিয়ের পর হানিমুনের জন্য দ্বীপরাষ্ট্র মালদ্বীপকেই বেছে নিলেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) মালদ্বীপের উদ্দেশে বাংলাদেশ ছাড়বেন মিম ও তার স্বামী সনি পোদ্দার।

জানা যায়, মালদ্বীপের রাজধানী মালের অদূরে সিপ্লেনে করে নীলজলে ঘেরা একটি সবুজ দ্বীপ রিসোর্টে উঠবেন তারা। সেখানেই পাঁচ দিন কাটাবেন তারা।

এ বিষয়ে জানা যায়, হানিমুন স্মরণীয় করে রাখতে রিসোর্টে একদিন ক্যান্ডেল নাইট ডিনার করবেন মিম ও সনি। আগে থেকেই তারা বুকিং করে রেখেছেন এই আয়োজন।

মালদ্বীপে হানিমুনের প্রসঙ্গে মিম বলেন, পৃথিবীর অনেক দেশ ঘুরেছি, কিন্তু মালদ্বীপে যাওয়া হয়নি। ছবিতে দেখেছি, বইয়ে পড়েছি দেশটি অনেক সুন্দর। তাই দেশটির প্রতি আমার একটা আগ্রহ আছে।

২০২১ সালের ১০ নভেম্বর নিজের জন্মদিনে প্রেমিক সনি পোদ্দারের সঙ্গে বাগদান সারেন মিম। এরপর চলতি বছরের ৪ জানুয়ারি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তারা।