Home জাতীয় ডায়রিয়া : ২৪ ঘন্টায় আরও ১৩৮৩ রোগী হাসপাতালে ভর্তি

ডায়রিয়া : ২৪ ঘন্টায় আরও ১৩৮৩ রোগী হাসপাতালে ভর্তি

SHARE

মার্চের দ্বিতীয় সপ্তাহে শুরু হওয়া ডায়রিয়ার প্রকোপ চলছেই। গত ২৪ ঘণ্টায় মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) হাসপাতালে ১৩৮৩ জন রোগী ভর্তি হয়েছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) প্রতিষ্ঠানটির গণমাধ্যম ব্যবস্থাপক তারিফুল ইসলাম খান জাগো নিউজকে এ তথ্য জানান।

তারিফুল ইসলাম বলেন, আজ দুপুর ১২টা পর্যন্ত ৫৭৮ জন রোগী চিকিৎসা নিতে এসেছেন। রোগী কিছুটা সুস্থ হলে ছেড়ে দেওয়া হয়। রোগী আসছে, চিকিৎসা নিয়ে সুস্থ হলে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে।

আইসিডিডিআর,বি জানায়, মার্চ মাসের শেষ সপ্তাহে রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। এপ্রিলের মাঝামাঝি সময় থেকে শেষ সপ্তাহে রোগী সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। তবে এ বছরের পরিস্থিতি কিছুটা ব্যতিক্রম।

চলতি বছরে মার্চ মাসের প্রথম সপ্তাহে দৈনিক রোগী এসেছে ৫০০ জনের মতো। দ্বিতীয় সপ্তাহে দৈনিক রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৬০০। কিন্তু গত ১৪ মার্চ থেকে এ সংখ্যা হাজার ছাড়িয়ে যায়।

তবে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কোনো রোগীর মৃত্যু হয়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।