Home আন্তর্জাতিক কিউবার ওপর থেকে বিমান চলাচল নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

কিউবার ওপর থেকে বিমান চলাচল নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

SHARE

মার্কিন সরকার বুধবার কিউবার ওপর থেকে বিমান চলাচল নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন মে মাসে কিউবার ওপর থেকে যে কয়েকটি নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দিয়েছিল এটি তার একটি।

এ উদ্যোগের ফলে মার্কিন এয়ারলাইন্সগুলো রাজধানী হাভানা ছাড়াও দেশটির অন্যান্য বিমানবন্দরেও উঠানামা করতে পারবে।

পরিবহন দপ্তরের এক ডকুমেন্ট থেকে এ কথা জানা গেছে।

বাইডেন প্রশাসন গত ১৬ মে কিউবার ওপর থেকে বেশকিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয়। এ ঘোষণাকে মার্কিন কর্মকর্তারা বাস্তবভিত্তিক পদক্ষেপ বলে বর্ণনা করে যা কিউবানদের মানবিক দুর্দশা কমাবে এবং অর্থনৈতিক সুযোগ-সুবিধা বিস্তৃত করবে।

এদিকে কিউবা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মে মাসে ঘোষণার প্রতিক্রিয়ায় বলেছে, এটি সঠিক পথের একটি ছোট্ট পদক্ষেপ। কারণ, এ পদক্ষেপের ফলে ১৯৬২ সালে কিউবার ওপর আরোপিত নিষেধাজ্ঞার ধরনে খুব একটা পরিবর্তন আসবে না।