Home খেলা পগবা ক্লাব ছাড়ছেন, জানিয়ে দিল ম্যানইউ

পগবা ক্লাব ছাড়ছেন, জানিয়ে দিল ম্যানইউ

SHARE

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে দু’দফায় সাত বছরের সম্পর্ক অবশেষে ছিন্ন করছেন পল পগবা। ফরাসি বিশ্বকাপ জয়ীর ক্লাব ছাড়ার খবর বিবৃতি দিয়ে জানিয়ে দিল ম্যান ইউ। ফ্রি-এজেন্ট হয়েই ক্লাব ছাড়বেন ফুটবল দুনিয়ার অন্যতম বহুমুখী প্রতিভা সম্পন্ন খেলোয়াড়। ২০০৯-০১ পর্যন্ত ম্যান ইউ-র যুব দলে ফুটবল খেলেন পগবা। ১৬ বছর বয়সে চলে এসেছিলেন অ্যাকাডেমিতে। দারুণ ফুটবল খেলেই ২০১১-১২ মরশুমে তিনি সিনিয়র টিমে খেলার সুযোগ পান।

এরপর পগবা চলে যান জুভেন্তাসে। ২০১২-১৬ পর্যন্ত সেখানে কাটিয়ে ফের লাল জার্সি গায়ে চাপান পোগবা। ২০১৬-২০২২ পর্যন্ত পগবা খেলেন ম্যান ইউ-তে। রেড ডেভিলসের হয়ে প্রিমিয়র লিগ স্পর্শ করার সুযোগ হয়নি পগবার। ইএফএল কাপ ও উয়েফা ইউরোপা লিগ জিতেছেন তিনি।

পগবা বুধবার সন্ধ্যায় টুইটারে লেখেন, “ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলতে পেরে আমি গর্বিত। অনেক সুন্দর মুহূর্ত রয়েছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যানদের নিঃশর্ত সমর্থন। ধন্যবাদ।” জানা যাচ্ছে পোগবার পরিবর্তে ম্যান ইউ বার্সেলোনার ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডে জংকে নিতে চলেছে। কথাবার্তা চলছে ডে জংয়ের সঙ্গে।