Home খেলা বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে সাকিবের অবিশ্বাস্য রেকর্ড

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে সাকিবের অবিশ্বাস্য রেকর্ড

35
0
SHARE

দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এমনই রেডর্ক গড়ার দিবন টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসেই অনন্য এক কীর্তিও গড়েন তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ২ হাজার রান এবং অন্তত ১০০ উইকেট পাওয়া প্রথম ক্রিকেটার হলেন সাকিব আল হাসান। তিনিই প্রথম ও একমাত্র ক্রিকেটার যিনি এমন বিশ্বরেকর্ড গড়েছেন।

ডমিনিকায় রোববার (৩ জুলাই) বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে এমন মাইলফলক স্পর্শ করেন সাকিব।

টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বপ্রথম ১ হাজার রান এবং ১০০ উইকেটের কীর্তিও ছিল সাকিবের, এবার সেই রেকর্ডটিকেই আরও উঁচুতে নিয়ে গেলেন বাংলাদেশের কিংবদন্তি এই অলরাউন্ডার।

টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বল হাতে পেয়েছেন ১ উইকেট, যেটি ছিল ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে সাকিবের ১২০তম উইকেট।