Home খেলা প্রথম ফাইনালিসিমায় মুখোমুখি হবে ব্রাজিল-ইংল্যান্ড

প্রথম ফাইনালিসিমায় মুখোমুখি হবে ব্রাজিল-ইংল্যান্ড

SHARE

ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে ফাইনালিসিমার শিরোপা জিতেছিল কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১ জুন লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় আলোচিত সেই ম্যাচ। পুরুষদের ফুটবলে ফাইনালিসিমা আগে থেকে প্রচলিত থাকলেও নারী ফুটবলে এবারই প্রথম ফাইনালিসিমার আয়োজন হতে যাচ্ছে।

নারী ফুটবলের প্রথম ফাইনালিসিমায় মুখোমুখি হবে লাতিন আমেরিকার পাওয়ার হাউজ ব্রাজিল এবং নারী ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। প্রথমার্ধে পেনাল্টি থেকে দেবিনহার গোলেই জয় নিশ্চিত হয় ব্রাজিলিয়ানদের। নারী কোপা আমেরিকার ৯ আসরের মধ্যে ৮টিই জিতেছে নেইমারের দেশের নারী ফুটবলাররা।

অন্যদিকে নারী ইউরোর ফাইনালে অতিরিক্ত সময়ে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় ইংল্যান্ড। এরপরই নির্ধারণ হয়ে যায় প্রথম ফাইনালিসিমার দুই প্রতিপক্ষ।

নারী ফাইনালিসিমার ম্যাচটি অনুষ্ঠিত হবে ইউরোপেই। ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা লাতিন আমেরিকার সঙ্গে আলোচনার পর ম্যাচটির ভেন্যু এবং তারিখ ঠিক করবে।