Home আইন আদালত জুনে পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

জুনে পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

SHARE

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, জুন থেকে ঢাকা-পদ্মা সেতু-ভাঙ্গা সড়কে রেল চলাচল শুরু হবে। ডিসেম্বরের মধ্যে পদ্মা সেতু অংশের মূল কাজ সম্পন্ন হবে। সঠিক সময়ের মধ্যে রেল লাইন প্রস্তুত করে সেবা চালু করা হবে।

আজ শনিবার (২০ আগস্ট) বিকেলে সেতুর জাজিরা প্রান্তে রেলের কাজের সার্বিক অগ্রগতি পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, জ্বালানির দাম বাড়লেও এ মুহূর্তে রেলের ভাড়া বাড়ানোর সম্ভাবনা নেই। বৈশ্বিক কোনো পরিস্থিতির কারণে প্রকল্পের কাজে সমস্যা হবে না। পদ্মা সেতুতে পাথর বিহীন রেল লাইন নির্মাণ করা হচ্ছে।

এসময় জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদের প্রশাসক মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা ও সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম এবং শিবচর পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।