‘আশিকি’ সিনেমার দুই কিস্তির সাফল্যের পর এবার আসতে চলেছে তার নতুন কিস্তি ‘আশিকি ৩’। এটি পরিচালনা করবেন অনুরাগ বসু। আর এই কিস্তিতে দেখা যাবে ‘ভুলভুলাইয়া’ খ্যাত অভিনেতা কার্তিক আরিয়ানকে। তবে নায়িকা কে থাকছেন, এ বিষয়ে এখনও চূড়ান্ত নয়। নায়িকার খোঁজ চলছে বলে জানা গেছে।
সোশ্যাল মিডিয়ায় এ খবর শেয়ার করে কার্তিক বলেছেন, একটা দারুণ সিনেমা হতে চলেছে আশিকি থ্রি। অনুরাগ বসুর সঙ্গে এটাই আমার প্রথম কাজ।
কার্তিক বলেন, আশিকি সিনেমা দেখে ও এটির গান শুনে বড় হয়েছি। সেই সিনেমার সিকুয়্যালে অভিনয় করার সুযোগ পেয়েছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমাকে এ সুযোগ দেওয়ার জন্য ভূষণ কুমার ও মুকেশ ভাটকে ধন্যবাদ।
তিনি আরও বলেন, অনুরাগ বসু আমার খুব প্রিয় পরিচালক। তার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো।
১৯৯০ সালে মুক্তি পায় জনপ্রিয় রোমান্টি সিনেমা ’আশিকি’। এতে অভিনয় করেছিলেন রাহুল রায় ও অনু আগরওয়াল। সে সময় সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছিল। নব্বইয়ের দশকের আশিকি সিনেমার গান আজও সুপারহিট।
২০১৩ সালে মুক্তি পায় আশিকি টু। দ্বিতীয় সিকুয়্যালে জুটি বাঁধেন আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর। আশিকি টু-ও বক্স অফিসে ঝড় তোলে। এ সিকুয়্যালের সবগুলো গান দর্শকদের ব্যাপক প্রশংসা অর্জন করে। অরিজিৎ সিংয়ের গাওয়া ‘তুম হি হো’, ‘শুন রাহা হ্যায় না তু’ তুমুল জনপ্রিয়তা পায়।