Home খেলা আইপিএল ইতিহাসে রেকর্ড দামে বিক্রি হলেন স্যাম কারেন

আইপিএল ইতিহাসে রেকর্ড দামে বিক্রি হলেন স্যাম কারেন

SHARE

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের শিরোপা জয়ের অন্যতম নায়ক ছিলেন স্যাম কারেন। ফাইনালে ম্যাচসেরা হওয়ার পাশাপাশি টুর্নামেন্টসেরার পুরস্কারও হাতে নেন বাঁহাতি এই পেস বোলিং অলরাউন্ডার।

এবারের আইপিএল নিলামে তিনি ছক্কা মারতে পারেন, আন্দাজ করা যাচ্ছিল আগেই। তবে এত বেশি দাম উঠবে, সেটি নিশ্চয়ই ভাবেননি খোদ স্যাম কারেনও।

দলগুলোর আগ্রহের শীর্ষে ছিলেন। তাই কাড়াকাড়ি পড়ে যায় কারেনকে নিয়ে। অবশেষে ইংলিশ এই অলরাউন্ডারকে লুফে নিয়েছে পাঞ্জাব কিংস। ২ কোটি ভিত্তিমূল্যের কারেন বিক্রি হয়েছেন ১৮ কোটি ৫০ লাখ রুপিতে, আইপিএল ইতিহাসে যা সবচেয়ে বেশি পারিশ্রমিকের রেকর্ড।

নিলামে পারিশ্রমিকের আগের রেকর্ডটি ছিল প্রোটিয়া অলরাউন্ডার ক্রিস মরিসের। ২০২১ আসরের নিলামে তাকে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে নিয়েছিল রাজস্থান রয়্যালস।

চড়ামূল্যে বিক্রি হয়েছেন বেন স্টোকস, ক্যামেরুন গ্রিন, হ্যারি ব্রুকরা। ইংল্যান্ডের স্টোকসকে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে চেন্নাই সুপার কিংস, অস্ট্রেলিয়ার ক্যামেরুন গ্রিনকে মুম্বাই ইন্ডিয়ান্স ১৭ কোটি ৫০ লাখে আর তরুণ ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুককে ১৩ কোটি ২৫ লাখ রুপিতে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদে।

কদিন আগে ওয়েস্ট ইন্ডিজের নেতৃত্ব ছেড়ে দেওয়া নিকোলাস পুরানও বিক্রি হয়েছেন ১৬ কোটি রুপিতে। তাকে নিয়েছে লক্ষ্নৌ সুপার জায়ান্টস।

ভারতের কোচিতে চলছে আইপিএলের মিনি নিলাম। প্রথম ধাপে অবিক্রিত রয়ে গেছেন সাকিব আল হাসান, লিটন দাস, মুজিব উর রহমান, তাবরেজ শামসি, অ্যাডাম জাম্পা, আকিল হোসেন, অ্যাডাম মিলনের মতো ক্রিকেটাররা।