Home আন্তর্জাতিক ৫৮২ কোটি টাকার সার আত্মসাৎ : বিসিআইসির ব্যাখ্যা চান হাইকোর্ট

৫৮২ কোটি টাকার সার আত্মসাৎ : বিসিআইসির ব্যাখ্যা চান হাইকোর্ট

SHARE

৫৮২ কোটি টাকার সার আত্মসাতের অভিযোগের বিষয়ে আগামী ২০ জানুয়ারির মধ্যে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনকে (বিসিআইসি) ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।
পাশাপাশি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত।
একই সঙ্গে আগামী ৬০ দিনের মধ্যে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে।
এ দিন আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি এবং দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
এর আগে, বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ‘৫৮২ কোটি টাকার সার আত্মসাৎ’ শিরোনামে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নজরে আনলে এ আদেশ দেন আদালত।