Home খেলা ‘চ্যাম্পিয়ন্স অব চ্যাম্পিয়ন’ জিতলেন মেসি

‘চ্যাম্পিয়ন্স অব চ্যাম্পিয়ন’ জিতলেন মেসি

SHARE

এল একিপ প্রতি বছর এই পুরস্কারটি দিয়ে থাকে। সব ধরণের খেলাধুলায় যে বা যারা চ্যাম্পিয়ন হন, তাদের মধ্যে থেকে একজনকে সেরা চ্যাম্পিয়ন হিসেবে বাছাই করে এটি দেওয়া হয়। কাতার বিশ্বকাপ জয়ের পর ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো সম্মানজনক এই পুরস্কারটি জিতলেন মেসি।
ক্যারিয়ারের যখন পড়ন্ত বেলা হওয়ার কথা, তখনই যেন বসন্ত চলছে লিওনেল মেসির। কদিন পরেই পা দিবেন ৩৭ এ। আর এখনো জিতে চলেছেন পুরস্কারের পর পুরস্কার। এবার মেসি জিতলেন ফ্রান্স সাময়িকী এল একিপের দেওয়া পুরস্কার, ‘চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়ন্স।
এল একিপ প্রতি বছর এই পুরস্কারটি দিয়ে থাকে। সব ধরণের খেলাধুলায় যে বা যারা চ্যাম্পিয়ন হন, তাদের মধ্যে থেকে একজনকে সেরা চ্যাম্পিয়ন হিসেবে বাছাই করে এটি দেওয়া হয়। কাতার বিশ্বকাপ জয়ের পর ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো সম্মানজনক এই পুরস্কারটি জিতলেন মেসি।
এটি জিততে মেসি পেছনে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে, টেনিস তারকা রাফায়েল নাদাল, বাস্কেটবল তারকা স্টিফেন কারি, ফর্মুলা ওয়ান তারকা ম্যাক্স ভারস্টাপ্পেনদেরকে। এদের প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে দুর্দান্ত একটি ২০২২ কাটিয়েছেন। কিন্তু সবাইকে টেক্কা দিয়েছেন মেসি।
মেসির সঙ্গে দ্বিতীয় হওয়া কিলিয়ান এমবাপ্পের পয়েন্টের পার্থক্য ৪২৭ পয়েন্টের! মেসি যেখানে পেয়েছেন ৮০৮ পয়েন্ট, এমবাপ্পের সংগ্রহ ৩৮১। তৃতীয় হওয়া রাফায়েল নাদাল পেয়েছেন ২৮৫ পয়েন্ট। অর্থাৎ মেসির ধারেকাছেও নেই কেউ।
কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে হারানোর পরেও ফরাসি কর্তৃপক্ষের দেওয়া পুরস্কারই পেয়েছেন মেসি। এমনকি ২০২৩ এর ব্যালন ডি’অর জেতার দৌড়েও এগিয়ে মেসি, যেটি দেয় ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। ওহ হ্যাঁ, মেসি তো খেলেনও ফরাসি ক্লাব পিএসজিতে।