Home জাতীয় আরও ৯ জনের করোনা শনাক্ত

আরও ৯ জনের করোনা শনাক্ত

SHARE

করোনায় গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৯ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮৩৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ৮২৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৩২ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৭ হাজার ৪০৮ জনে। এরমধ্যে ২৯ হাজার ৪৪১ জনের মৃত্যু হয়। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯০ হাজার ৩৯৬ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম একজনের মৃত্যু হয়।