Home আন্তর্জাতিক পুতিনের জীবিত থাকা নিয়ে সন্দিহান জেলেনস্কি!

পুতিনের জীবিত থাকা নিয়ে সন্দিহান জেলেনস্কি!

SHARE

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেঁচে আছেন কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।
সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বৃহস্পতিবার ভার্চ্যুয়ালি যুক্ত হন ইউক্রেনের প্রেসিডেন্ট। সেখানে যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনার বিষয়ে প্রশ্ন করলে জেলেনস্কি এমন মন্তব্য করেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘পুতিন বেঁচে আছেন কি না তা আমি পুরোপুরি বুঝতে পারছি না। তিনিই কি সিদ্ধান্ত নেন, নাকি অন্য কেউ, তা নিয়ে আমার কাছে কোন তথ্য নেই।’
এদিকে এ বক্তব্যের কয়েক ঘণ্টা পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, ‘এটা স্পষ্ট যে, ইউক্রেন ও জেলেনস্কির কাছে একটি বিরাট সমস্যা হলো পুতিন ও রাশিয়া। যত তাড়াতাড়ি তিনি বুঝতে পারবেন যে, রাশিয়া আছে এবং থাকবে ততোই ইউক্রেনের মঙ্গল হবে।’
ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই রুশ প্রেসিডেন্টের স্বাস্থ্যের অবনতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করতে থাকে পশ্চিমা গণমাধ্যমগুলো, তবে এ সব প্রতিবেদনের কোনোটিই নিশ্চিত হওয়া যায়নি।