Home আন্তর্জাতিক ইতালিতে বন্যায় ১৩ মৃত্যু, ঘরছাড়া ১৩ হাজার

ইতালিতে বন্যায় ১৩ মৃত্যু, ঘরছাড়া ১৩ হাজার

SHARE

ইতালিতে ২০টির বেশি নদীর পানি প্লাবিত হয়ে সৃষ্ট বন্যায় বন্যায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এসময় ১৩ হাজার বাসিন্দাকে বাড়িঘর ছাড়তে হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।
গত দেড় দিন টানা ভারী বর্ষণের পর এ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।
বোলোগনা শহর ও উত্তর-পূর্ব উপকূলের মধ্যবর্তী প্রায় ১১৫ বর্গকিলোমিটারে সব কয়েকটি নদী প্লাবিত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ মে) এসব এলাকা থেকে আরও মরদেহ পাওয়া গেছে।
এসব অঞ্চলে প্রায় ২৮০টি ভূমিধসের খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিস কর্মীরা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।
বোলোগনার দক্ষিণে বোটেঘিনো ডি জোকা এলাকায় ৭১ বছর বয়সী রবার্টা লাজারিনির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, ‘ভয়ানক খারাপ ৪৮ ঘণ্টা পার করলাম। পুরো গ্রাম পানি-কাদায় তলিয়ে গেছে।’
বুধবার (১৭ মে) তাদের গ্রামের রাস্তা, বাড়ি, বাগানসহ সব প্লাবিত হয়েছে বলে জানান তিনি।