Home খেলা ১০ মিলিয়ন ইউরোতে মাউরো ইকার্দিকে দলে ভেড়াল গ্যালাসাতারে

১০ মিলিয়ন ইউরোতে মাউরো ইকার্দিকে দলে ভেড়াল গ্যালাসাতারে

SHARE

আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দিকে তিন বছরের চুক্তিতে পিএসজি থেকে দলে নিয়েছে তুরস্কের ক্লাব গ্যালাতাসারে। টার্কিশ সুপার লিগ চ্যাম্পিয়ন দল থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্যালাতাসারে জানিয়েছে ইকার্দির জন্য পিএসজিকে তারা ১০ মিলিয়ন ইউরো দিবে। প্রতি মৌসুমে ইকার্দি ৬ মিলিয়ন ইউরো বেতন পাবে। গত মৌসুমে ধারে গ্যালাতাসারেতে খেলে ২৪ লিগ ম্যাচে ইকার্দি ২২ গোল ও রেকর্ড সাতটি এ্যাসিস্ট করেছেন। তার সহায়তায় মে মাসে গ্যালাতাসারে রেকর্ড ২৩তম লিগ শিরোপা জয় করে। ২০১৮-১৯ সালের পর এটাই গ্যালাতাসারের প্রথম লিগ শিরোপা জয়।
এর আগে তিন বছরের চুক্তিতে ক্রিস্টাল প্যালেস থেকে আইভরি কোস্টের উইলফ্রিড জাহাকে দলে ভিড়িয়েছে গ্যালাসাতারে। প্যালেসের সঙ্গে চুক্তি শেষেই জাহা টার্কিশ লিগে যোগ দিয়েছেন।