Home জাতীয় আগামী নির্বাচনে আওয়ামী লীগের স্লোগান কি হবে, জানালেন প্রধানমন্ত্রী

আগামী নির্বাচনে আওয়ামী লীগের স্লোগান কি হবে, জানালেন প্রধানমন্ত্রী

SHARE

আগামী নির্বাচনে আওয়ামী লীগের স্লোগান হবে ‘স্মার্ট বাংলাদেশ’। বৃহস্পতিবার (৩ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্স’ এর সভায় তিনি এ কথা বলেন।
নির্বাচনি ইশতেহার অনুযায়ী কাজ করে যাওয়ায় দেশের সব ক্ষেত্রেই উন্নতি হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল থেকে আমরা এখন স্মার্ট বাংলাদেশের পথে। এবার সরকারের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে ‘স্মার্ট বাংলাদেশে’ রূপান্তর করা।
আওয়ামী লীগ সরকার স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট গভর্নমেন্ট- এ চারটি মূল ভিত্তিকে কেন্দ্র করে একটি সাশ্রয়ী, টেকসই, বুদ্ধিদীপ্ত, জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে যাত্রা শুরু করেছে বলে উল্লেখ করে শেখ হাসিনা।
এসময় তিনি আওয়ামী লীগ সরকারের সময়ে নেওয়া বিভিন্ন প্রযুক্তিগত উন্নয়নের চিত্র তুলে ধরেন। বলেন, ‘দ্রুত ইন্টারনেট ব্যবহারে সাবমেরিন ক্যাবলের ব্যবস্থা করেছি।’
ডিজিটাল পেমেন্টের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা পরীক্ষামূলকভাবে বিভিন্ন বিল অনলাইনে দেওয়ার ব্যবস্থা করেছিলাম। এখন এর সুফল ভোগ করছে জনগণ।’