Home আন্তর্জাতিক আগ্নেয়াস্ত্র মামলায় অভিযুক্ত বাইডেনের ছেলে হান্টার

আগ্নেয়াস্ত্র মামলায় অভিযুক্ত বাইডেনের ছেলে হান্টার

SHARE

যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র মামলায় অভিযুক্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ডেলাওয়্যার ফেডারেল আদালত আগ্নেয়াস্ত্র রাখা সংক্রান্ত তিনটি বিষয়ে তাঁকে অভিযুক্ত করে।
হান্টারের বিরুদ্ধে প্রসিকিউটররা অভিযোগ করেন, ২০১৮ সালের অক্টোবরে একটি আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদকের ব্যবহার সম্পর্কে মিথ্যা কথা বলেছেন হান্টার। কোকেনের আসক্তি থাকা সত্ত্বেও অস্ত্র কেনার সময় লিখিত ফর্মে নিজের মাদকাসক্তির কথা লুকান তিনি। এসব অভিযোগে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ডের সাজা হতে পাড়ে বাইডেন পুত্রের। পাশাপাশি ২০১৭ ও ১৮ সালে সাড়ে ১৩ লাখ ডলার আয়ের কর ফাঁকির অভিযোগেরও তদন্ত চলছে হান্টারের বিরুদ্ধে। যার জন্য তার এক বছর জেল হতে পারে। এর আগে মঙ্গলবার জো বাইডেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিশংসন তদন্তের ঘোষণা দেয় মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার কেভিন ম্যাকার্থি।