Home আন্তর্জাতিক ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া

ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া

13
0
SHARE

ইউক্রেন বলেছে, রুশ বাহিনী দেশটির দক্ষিণ ও পূর্বে মস্কোর সর্বশেষ বায়বীয় ব্যারেজে দুই ডজনেরও বেশি ইরানের প্রযুক্তিতে তৈরি ড্রোন ও দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
কিয়েভের কর্মকর্তারা জানিয়েছেন, রুশ বাহিনী শীতের মাসে ইউক্রেনের জাতীয় বিদ্যূৎ গ্রীডে পরিকল্পিত হামলার জন্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র মজুত করেছে।
দক্ষিণাঞ্চলে ১৮টি ড্রোন ও একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবির উল্লেখ করে বিমান বাহিনী বলেছে, ‘শত্রুরা সর্বমোট দ’ুটি এক্স-৫৯ ক্ষেপণাস্ত্র ও ২৫টি শাহেদ-১৩৬/১৩১ ড্রোন হামলা চালিয়েছে।’
গত শীতে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার হামলার ফলে লাখ লাখ মানুষ দীর্ঘ সময়ের জন্য ঠান্ডা ও অন্ধকারে নিমজ্জিত ছিল।
পশ্চিমা অস্ত্র দিয়ে কিয়েভ তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করেছে। তবে স্বীকার করেছে, দুর্বল অঞ্চলগুলোকে রক্ষার জন্য ইউক্রেনের আরও অস্ত্রের প্রয়োজন।
খবর এএফপি