Home আন্তর্জাতিক ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা

ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা

SHARE

ইসরায়েলি সামরিক ঘাঁটিতে আজ শনিবার (৬ জানুয়ারি) রকেট হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ। গোষ্ঠীটির দাবি, বৈরুতে হামাসের ডেপুটি লিডারকে হত্যার প্রতিক্রিয়ায় এ হামলা করা হয়েছে।

আল-জাজিরার প্রতিবেদনটিতে বলা হয়, উত্তর ইসরায়েলের মেরোনে লেবানন থেকে ৬০টিরও বেশি রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ।

হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের দাবি, এ হামলার প্রতিক্রিয়ায় হামলাকারীদের একটি ছোট ‘সন্ত্রাসী গ্রুপকে’ আক্রমণ করেছে ইসরায়েল সেনারা।

তবে তাৎক্ষণিকভাবে এ হামলায় হতাহতের বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে।