Home জাতীয় করোনায় আরও ২৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৭৩৬

করোনায় আরও ২৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৭৩৬

SHARE

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ৫ হাজার ৯৬৬ জন।

একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৭৩৬ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ১০ হাজার ৯৮৮ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৬১ জন। এ নিয়ে করোনায় মোট সুস্থ হয়েছে ৩ লাখ ২৭ হাজার ৯০১ জন।

আজ সোমবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।