Home আইন আদালত দুবাইয়ে গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী জিসান

দুবাইয়ে গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী জিসান

SHARE

পুলিশের তালিকাভুক্ত পলাতক শীর্ষ সন্ত্রাসী জিসান আহমেদকে গ্রেফতার করা হয়েছে।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে জিসানকে গ্রেফতারের পর বুধবার তার পরিচয় নিশ্চিত হওয়া যায়।

পুলিশ সদর দফতরের এআইজি (ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো) মহিউল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

ইন্টারপোলের রেড নোটিসে থাকা জিসান একটি ভারতীয় পাসপোর্ট বহন করছিলেন দুবাইয়ে। এতে তার নাম দেওয়া হয় আলী আকবর চৌধুরী।

মহিউল ইসলাম বলেন, ইন্টারপোলের মাধ্যম দুবাই পুলিশ আমাদের সঙ্গে যোগাযোগ করে জিসানকে গ্রেফতারের কথা জানিয়েছে। সম্প্রতি তার বিষয়ে জোরালোভাবে খোঁজখবর শুরু হয়। এরপরই দুবাইয়ের পুলিশ তাকে গ্রেফতার করে।

২০০১ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর তালিকায় নাম ছিল জিসানের। সে সময় তাকে ধরিয়ে দিতে পুরস্কারও ঘোষণা করা হয়।

এক সময় গুলশান, বনানী, মতিঝিল, মালিবাগ, বাড্ডা এলাকায় আতঙ্কের নাম ছিল জিসান। ২০০৩ সালে মালিবাগে সানরাইজ হোটেলে ডিবির দুই সদস্যকে হত্যার পর থেকেই পলাতক শীর্ষ এই সন্ত্রাসী।

সম্প্রতি কয়েকজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর দুর্নীতি বিরোধী অভিযান শুরুর পর তাদের সঙ্গে জিসানের যোগাযোগের তথ্য উঠে আসে।