ক্যারিবীয় প্রিমিয়ার লিগের (সিপিএল) শিরোপা জিতলো সাকিবের বারবাডোজ ট্রাইডেন্টস। শনিবার রাতে ফাইনালে গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে ২৭ রানে হারিয়েছে তারা। এ নিয়ে দ্বিতীয়বারের মতো সিপিএলের শিরোপা জিতেছেন সাকিব। এর আগে জ্যামাইকা তালোয়ার্সের হয়ে শিরোপা জিতেছিলেন তিনি।
টানা ১১ ম্যাচে জিতে ফাইনালে উঠে বারবাডোজ। টস জিতে ব্যাট করতে নামে সাকিবরা। শুরু থেকেই মারমুখী ব্যাটিং করে বারবাডোজের ব্যাটসম্যানরা। ৫ ওভারেই তুলে নেন ৪৩ রান। এরপরই প্রথম উইকেটের পতন হয়। সাজঘরে ফিরেন ওপেনার অ্যালেক্স হিলস। দুই বাউন্ডারি ও দুই ছক্কায় ২৪ বলে ২৮ রান করেন তিনি। দুই রান পরেই দ্বিতীয় উইকেটের পতন হয়।
সাকিব ব্যাট করতে আসেন পাঁচ নম্বরে। দলে ১৫ বলে ১৫ রান যোগ করে অপরপ্রান্তের ব্যাটসম্যান জোনাথন কার্টারের সাথে ভুল বুঝাবুঝির কারণে রান আউট হন তিনি। ক্ষুদ্ধ হয়ে মাঠ ছাড়েন তিনি। কারণ দুই রান নেয়ার সময় তাকে ফেরত পাঠান কার্টার। ততক্ষণে অর্ধেক পথ পাড়ি দিয়ে ফেলেছিলেন তিনি। জায়গায় ফিরে যেতে পারেননি। রান আউট হন।
তবে কার্টার সর্বোচ্চ রান করে অপরাজিত ছিলেন। ২৭ বলে চার বাউন্ডারি ও চার ছক্কায় অর্ধশত করেন।
দলের সংগ্রহ ৬ উইকেটে দাঁড়ায় ১৭১ রান।
লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার ব্রেন্ডন কিং ছাড়া আর কেউ বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেনি। সর্বোচ্চ ৪৩ রান করেন তিনি। বারবাডোজের বোলারদের বোলিংয়ে কুপোকাত হয় তারা। সর্বোচ্চ চারটি উইকেট শিকার করেন আর এ রেইফার। তবে সাকিব কোনো উইকেট পাননি। ৯ উইকেটে ১৪৪ রানে থামে গায়ানা। ২৭ রানে জিতে চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে সাকিবরা।