Home জাতীয় চট্টগ্রামে করোনায় ৬ জনের মৃত্যু, শনাক্ত ৩৬৯

চট্টগ্রামে করোনায় ৬ জনের মৃত্যু, শনাক্ত ৩৬৯

SHARE

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে গেল ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এনিয়ে চট্টগ্রাম জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭১৭ জনে। একই সময়ের মধ্যে আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৩৬৯ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫৯ হাজার ৩৬৮ জনে।

আজ রোববার (৪ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গতকাল শনিবার চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ৮৯ জনের নমুনা পরীক্ষায় ৩৬৯ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ২২৩ ও উপজেলার ১৪৬ জন।