Home বিনোদন ৩য় সন্তানের মা হলেন গ্যাল গ্যাডট

৩য় সন্তানের মা হলেন গ্যাল গ্যাডট

SHARE

তৃতীয় সন্তানের মা হলেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী গ্যাল গ্যাডট। ৩৬ বছর বয়সী এই ইসরাইলী অভিনেত্রী নিজেই এ খবর জানিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। সদ্য জন্মানো কন্যা সন্তানের ছবি দিয়েছেন তিনি ইন্সটাগ্রামে।

মেয়ের নাম রাখা হয়েছে ড্যানিয়েলা।

ইন্সটাগ্রামে পুরো পরিবার নিয়ে একটি ছবি প্রকাশ করেন গ্যাডট। ছবিটিতে ড্যানিয়েলা ছাড়াও আরও ছিলেন ৩ বছর বয়সী মায়া এবং ৯ বছর বয়সী আলমা।

ছবিটির নোটে এ অভিনেত্রী লেখেন, ‘আমার মিষ্টি পরিবার। আমরা সকলেই ড্যানিয়েলাকে স্বাগত জানাতে পেরে আনন্দিত এবং উচ্ছ্বসিত। এই আনন্দ লিখে প্রকাশ করার মতো নয়। আপনাদের সবার জন্য ভালোবাসা।’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ হওয়ার পর থেকেই অভিনন্দন আর শুভেচ্ছায় ভাসতে থাকে গ্যাডটের পোস্টের মন্তব্যের বাক্স। বলিউডের প্রিয়াংকা চোপড়া থেকে শুরু করে হলিউডে অনেক তারকারা আছেন এ তালিকায়।

প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি মডেল হিসেবে বেশ সুখ্যাতি রয়েছে গ্যাডটের। একজন অভিনেত্রী হিসেবে গ্যাডট গিসেল ইয়াসার চরিত্রে ফাস্ট এন্ড ফিউরিয়াস চলচ্চিত্র সিরিজে অভিনয়ের মাধ্যমে অধিক পরিচিতি লাভ করেন। তার সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’।