Home খেলা রেকর্ড রানের ম্যাচে চট্টগ্রামের কাছে হেরে গেল ঢাকা

রেকর্ড রানের ম্যাচে চট্টগ্রামের কাছে হেরে গেল ঢাকা

SHARE

বিপিএলের ইতিহাসে সর্বাধিক রানের রেকর্ডের ম্যাচে মাশরাফির ঢাকা প্লাটুনকে হারাল মাহমুদুল্লাহ রিয়াদের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। রুদ্ধশ্বাস ম্যাচে শেষ ওভারের মীমাংসায় ১৬ রানের জয় পেয়েছে তারা। এটিই বিপিএলের ইতিহাসে দুই ইনিংস মিলিয়ে সর্বাধিক রানের ম্যাচ।

এতদিন বিপিএলে এক ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ৪২২।

২০১৩ সালে দ্বিতীয় আসরে বরিশাল বার্নার্স এবং দূরন্ত রাজশাহীর ম্যাচে দুদল মিলে এই রান করে। ম্যাচে রাজশাহীর দেওয়া ২১৩ রানের লক্ষ্যে ২০৯ রান করে বরিশাল। এবার ঢাকা প্লাটুন এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মিলে করল ৪২৬ রান।

রানের পাহাড় মাথায় নিয়ে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকার। ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার এনামুল হক ফেরেন মাত্র ১ রানে। এরপর জাকির আলীকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন মুমিনুল। জাকিরও বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৯ বলে ২৭ রান করে মুক্তার আলীর শিকার হন তিনি।

এরপর ল্যরি ইভান্স, আসিফ আলিরা দ্রুত রান তুলতে গিয়ে কাটা পড়েন মুক্তার আলীর বলে। শহীদ আফ্রিদিকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন কেসরিক উইলিয়ামস।
জয়ের সম্ভাবনা যখন ধুসর হচ্ছে ঠিক তখনই থিসারা পেরেরাকে নিয়ে ঝড় তোলেন অধিনায়ক মাশরাফি। ১৬তম ওভারে নাসির হোসেনের বলে পরপর ৩ ছক্কা এবং ১টি চারের শট খেলে সীমানায় ক্যাচ দিয়ে ফেরেন মাশরাফি।

এরপর পুরো দায়িত্ব পড়ে থিসারা পেরেরার কাঁধে। কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেও যোগ্য সঙ্গীর অভাবে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি তিনি। তবে শেষ বলে আউট হওয়ার আগে ২৭ বলে ৪৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

এর আগে বিপিএলের চলতি আসরের সর্বোচ্চ ইনিংস রানের খেলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২২১ রান সংগ্রহ করে মাহমুদুল্লাহ রিয়াদের দল।

বিপিএলের ইতিহাসে সর্বাধিক রানের ইনিংসের মালিক রংপুর রাইডার্স। চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত বিপিএলের সবশেষ আসরে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ২৩৯ রানের ইনিংস খেলেছিল তারা। সেবারই খুলনা টাইটান্সের বিপক্ষে করা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ২৩৭ রান এখন পর্যন্ত বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় ইনিংস।