Home রাজনীতি নাসিক নির্বাচনে কেউ কেউ অশান্তি সৃষ্টির চেষ্টা করছে: নানক

নাসিক নির্বাচনে কেউ কেউ অশান্তি সৃষ্টির চেষ্টা করছে: নানক

SHARE

নাসিক নির্বাচনে কেউ কেউ অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। নির্বাচনকে ঘিরে সন্ত্রাসীদের উঁকিঝুঁকি আমরা মানবো না বলে হুঁশিয়ারি করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ২নম্বর রেলগেট এলাকায় নৌকার প্রার্থীর পক্ষে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘ডা. আইভী হঠাৎ করে আপনাদের মাঝে আসেননি। অগ্নিপরীক্ষায় পরীক্ষিত এ আইভী। নারায়ণগঞ্জে সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন কে? সে আমাদের আইভী। সেই আইভীর আজকের পথসভায় আমি যদি ঢাকা থেকে না আসতাম সেটা বিশ্বাস করতে পারতাম না। আমি তো এ মাথা থেকে ও মাথা দেখতেই পারছি না।’

তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য আপনারা আইভীকে নির্বাচিত করুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের কাছে তার সালাম পৌঁছে দিয়েছেন। তিনি বলেছেন আমার পক্ষ থেকে যদি সেলিনা হায়াৎ আইভী নির্বাচিত হয় তাহলে নারায়ণগঞ্জের উন্নয়নের সব দায়িত্ব আমি নেব। আমি আপনাদের সবাইকে রোববার ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।’