Home আইন আদালত ডিবির ৩ বিভাগের ডিসি রদবদল

ডিবির ৩ বিভাগের ডিসি রদবদল

SHARE

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার চারজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এদের মধ্যে তিন গোয়েন্দা বিভাগের ডিসিকে রদবদল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলামের সই করা এক অফিস আদেশে এ বদলি করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-মতিঝিল বিভাগ) রিফাত রহমান শামীমকে উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-গুলশান বিভাগ), উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-গুলশান বিভাগ) মশিউর রহমানকে উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-লালবাগ বিভাগ), উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-লালবাগ বিভাগ) মো. রাজীব আল মাসুদকে উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-মতিঝিল বিভাগ) এবং উপ-পুলিশ কমিশনার আর এম ফয়জুর রহমানকে উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার আ্যন্ড ফোর্স বিভাগ) হিসেবে বদলি করা হয়েছে।