Home খেলা রোনালদোকে অপমান করেছেন কোরিয়ান খেলোয়াড়

রোনালদোকে অপমান করেছেন কোরিয়ান খেলোয়াড়

SHARE

গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ২-১ গোলে হেরেছে পর্তুগাল। যদিও এই পরাজয়ের পরও গ্রুপ ‘এইচ’র শীর্ষ দল হিসেবেই পরের রাউন্ডে গেছে পর্তুগিজরা। দক্ষিণ কোরিয়াও গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নক আউটের টিকিট পেয়েছে। এই ম্যাচে দ্বিতীয়ার্ধে রোনালদো যখন সাব হয়ে মাঠ থেকে চলে যান তখন তাকে দক্ষিণ কোরিয়ান খেলোয়াড়রা অপমান করেছেন বলে জানিয়েছেন পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস।
ম্যাচের ৬৫ মিনিটে পর্তুগিজ কোচ রোনালদোকে মাঠ থেকে উঠিয়ে দেন। ধীরে ধীরে হেঁটে মাঠ ত্যাগ করেন সিআর সেভেন। ওই সময় রোনালদোকে ক্ষুব্ধ হতে দেখা যায়। পর্তুগিজ কোচ সান্তোস অবশ্য মানতে নারাজ যে, বদলি করায় রোনালদো ক্ষুব্ধ হয়েছেন; বরং তার দাবি কোরিয়ান খেলোয়াড় চো গে সুংয়ের সঙ্গে কথা-কাটাকাটির কারণেই তিনি রাগান্বিত হয়েছেন।
সান্তোস বলেন, ‘সে কোরিয়ার খেলোয়াড়দের ওপর রাগ করেছিলেন যা সবাই দেখেছে। একজন খেলোয়াড় তাকে অপমান করেছে, তাকে বলা হয়েছিল তাড়াতাড়ি মাঠ ত্যাগ করো। সে কারণেই সে রেগে গিয়েছিল। আমি কোরিয়ান খেলোয়াড়ের সঙ্গে তাকে কথা বলতে দেখেছি এবং এ ব্যপারে আমার কোন সন্দেহ নেই। এ সময় কোরিয়ান খেলোয়ারটির শারিরীক ভাষা আগ্রাসী না থাকলেও তার মুখের ভাষা আগ্রাসী ছিল। এ সময় তিনি ইংরেজি ভাষায় রোনালদোর সঙ্গে কথা বলেছেন।’
দক্ষিণ কোরিয়ান মিডফিল্ডার হুয়াং ইন বেয়ম অবশ্য এই ধরনের বিতর্ক অনেকটা এড়িয়ে গিয়ে বলেছেন, ‘আমি এই ধরনের কিছু দেখিনি, ওই সময় আমি খুব পরিশ্রান্ত ছিলাম। আমি মাটির দিকে তাকিয়ে ছিলাম, সে কারণে কিছু দেখতে পাইনি। এ ব্যপারে আমার কিছু বলার নেই।’