Home খেলা শেষ মুহূর্তে বিপিএলে দল পেলেন দুই পাকিস্তানি ব্যাটার

শেষ মুহূর্তে বিপিএলে দল পেলেন দুই পাকিস্তানি ব্যাটার

SHARE

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের দিনক্ষণ আগেই চূড়ান্ত হয়ে ছিল। আগামী ৬ জানুয়ারি শুরু হবে দেশের একমাত্র ফ্রাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট। এর আগে অংশগ্রহণকারী ৭ ফ্র্যাঞ্চাইজি তাদের স্কোয়াড চূড়ান্ত করেছিল। তবে শেষ মুহূর্তে এসে বিপিএল খেলতে আসছেন দুই পাকিস্তানি ব্যাটার।
বুধবার (২৮ ডিসেম্বর) বিপিএলের ফ্র্যাঞ্চাইজি খুলনা টাইগার্স তাদের অফিসিয়াল ফেসবুক পোস্টের মাধ্যমে পাক দুই ব্যাটার ফখর জামান ও শারজিল খানকে তাদের দলে যুক্ত করার তথ্য নিশ্চিত করেছে। সেই সাথে আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নিকেও দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
খুলনা টাইগার্সের এবারের আসরে অধিনায়ক করা হয়েছে টাইগার দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে। এছাড়া দলটির প্রধান কোচের দায়িত্বে রয়েছেন খালেদ মাহমুদ সুজন।
খুলনা টাইগার্সের স্কোয়াড:
সরাসরি চুক্তিতে: তামিম ইকবাল, আভিস্কা ফার্নান্দো (শ্রীলঙ্কা), ওয়াহাব রিয়াজ (পাকিস্তান), নাসিম শাহ (পাকিস্তান), আজম খান (পাকিস্তান) ফখর জামান (পাকিস্তান), শারজিল খান (পাকিস্তান) অ্যান্ড্রু বালবির্নি (আয়ারল্যান্ড)।
ড্রাফট থেকে: মোহাম্মদ সাইফউদ্দিন, ইয়াসির আলি চৌধুরী, নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, শফিকুল ইসলাম, প্রীতম কুমার, হাবিবুর রহমান সোহান, মাহমুদুল হাসান জয়, দাসুন শানাকা (শ্রীলঙ্কা), পল মিক্রিন (শ্রীলঙ্কা)।