Home বিনোদন ‘মিস ইউনিভার্স’ মুকুট জিতলেন আর’বনি গ্যাব্রিয়েল

‘মিস ইউনিভার্স’ মুকুট জিতলেন আর’বনি গ্যাব্রিয়েল

SHARE

‘মিস ইউনিভার্স ২০২২’ মুকুট জয় করলেন আর’বনি গ্যাব্রিয়েল। ইতোমধ্যে ভারতের হারনাজ কৌর সান্ধুর কাছ থেকে ডি মুকুটটি গ্রহণ করেছেন তিনি।

রোববার (১৫ জানুয়ারী) মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স শহরে বসেছিল মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭১তম আসর। সারাবিশ্ব থেকে মোট ৮৪ জন প্রতিযোগী ডি মুকুট জয়ের লড়াইয়ে প্রতিনিধিত্ব করেছেন।
জানা গেছে, সুন্দরী প্রতিযোগিতায় ফার্স্ট রানার আপ হয়েছেন মিস ভেনুজেলা এবং সেকেন্ড রানার আপ মিস ডোমিনিকান রিপাবলিক।

গ্যাব্রিয়েল পেশায় একজন মডেল, ফ্যাশন ডিজাইনার। সেই সঙ্গে ইভেন্টে পরিবেশ-বান্ধব ও সেলাই প্রশিক্ষক হিসেবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন আর’বনি। এছাড়া প্রতিযোগীদের ব্যক্তিগত বিবৃতি, সাক্ষাৎকার, প্রতিযোগিতার জাতীয় পোশাক, সাঁতারের পোষাক ও সন্ধ্যায় প্রতিযোগিদের গাউনও অন্তর্ভুক্ত ছিল ডি পেজেন্টে।