Home বিনোদন ভক্তদের জন্য চমক নিয়ে ফিরছেন এশা দেওল

ভক্তদের জন্য চমক নিয়ে ফিরছেন এশা দেওল

SHARE

বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী এশা দেওল। দীর্ঘ বিরতির পর ‘মেইন’ নামক সিনেমার মাধ্যমে পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। এ ছাড়া অজয় দেবগনের ‘রুদ্র: দ্য এজ অব ডার্কনেস’-এর মাধ্যমে ডিজিটাল প্লাটফর্মেও অভিষেক হতে যাচ্ছে এশার।

ইতোমধ্যে শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শুটিংয়ের ছবিটি শেয়ার করে একটি পোস্ট দিয়েছেন এশা। তিনি ওই পোস্টে লিখেছেন, আমি আবারও পর্দায় আসছি। সম্পূর্ণ নতুন চরিত্র, নতুন চলচ্চিত্র এবং নতুন উপলদ্ধি। সেই সঙ্গে ভক্তদের দোয়াও কামনা করেছেন এই অভিনেত্রী।

‘মেইন’ ছবিতে এশার বিপরীতে অভিনয় করছেন অমিত সাধ। এতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন তিনি। কিছুদিন আগে নিজের আসন্ন ফিল্ম ‘মেইন’ থেকে তার নতুন লুক শেয়ার করেছিলেন অমিত।

এশা-অমিতের ‘মেইন’ ছবিটি নির্মাণ করেছে নবাগত পরিচালক শচীন সরফ। আর এটি প্রযোজনা করছেন প্রদীপ রাংওয়ানি। এশা ও অমিত ছাড়াও এতে আরও অভিনয় করেছেন সীমা বিশ্বাস, মিলিন্দ গুনাজি এবং তিগমাংশু ধুলিয়া।

প্রসঙ্গত, ২০১২ সালে ভারত তখতানির সঙ্গে সাত পাকে বাঁধা পড়রে এশা। সংসার জীবনে পা রাখার পর হঠাৎ মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নেন। তবে দীর্ঘদিন পর ফের পর্দায় ফিরছেন এই অভিনেত্রী।