Home রাজনীতি নির্বাচনের ট্রেন থামানোর ক্ষমতা বিএনপির নেই : ওবায়দুল কাদের

নির্বাচনের ট্রেন থামানোর ক্ষমতা বিএনপির নেই : ওবায়দুল কাদের

SHARE

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ঘোষিত তফসিলে জনগণের ইচ্ছা ও প্রত্যাশা পূরণ হয়েছে। আর নির্বাচনের যে ট্রেন ছেড়ে গেলো তা থামানোর ক্ষমতা বিএনপির নেই।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার আগামী জাতীয় নির্বাচন তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
সংলাপ বিষয়ে সিইসির বক্তব্য প্রশ্নে কাদের বলেন, ডোনাল্ড ল্যু আর সিইসির সংলাপের কথা এক নয়।
দলের নির্বাচনি কার্যক্রম প্রশ্নে সাধারণ সম্পাদক বলেন, ১৭ নভেম্বর আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ওইদিন থেকেই বঙ্গবন্ধু এভিনিউ থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে।
ধানমন্ডিতে দলীয় সভাপতি শেখ হাসিনার কার্যালয়ে আওয়ামী লীগের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর সময় আরও উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুবুল আলম হানিফ, আফম বাহাউদ্দীন নাছিমসহ কেন্দ্রীয় নেতারা।