Home খেলা বেতিসের মাঠে পয়েন্ট হারালো রিয়াল

বেতিসের মাঠে পয়েন্ট হারালো রিয়াল

SHARE

তিন ম্যাচ পর লা লিগায় হোঁচট খেলো রিয়াল মাদ্রিদ। শনিবার রিয়াল বেতিসের মাঠে ১-১ গোলে ড্র করেছে তারা।
১৬ ম্যাচে তৃতীয় ড্রয়ে পয়েন্ট হারালেও লা লিগা টেবিলের শীর্ষেই আছে রিয়াল (৩৯)। কিন্তু দ্বিতীয় স্থানে থাকা জিরোনার (৩৮) সঙ্গে পয়েন্ট ব্যবধান নেমেছে মাত্র ১-এ। শীর্ষস্থান পুনরুদ্ধারের লক্ষ্যে আগামী রবিবার বার্সেলোনার বিপক্ষে খেলবে জিরোনা।
প্রথমার্ধে কোনও দল গোল পায়নি। বিরতির পর নিচু শটে রিয়ালকে লিড এনে দেন জুড বেলিংহ্যাম। ব্রাহিম দিয়াজের চমৎকার পাসে বক্সের প্রান্তে বল পেয়ে ৫৩ মিনিটে জাল কাঁপান ইংলিশ মিডফিল্ডার।
তবে বেতিস ঘুরে দাঁড়ায়। ৬৬তম মিনিটে এইতর রুইবালের দূরপাল্লার রকেটগতির শট তাদের সমতায় ফেরায়।
রিয়ালের কপাল ভালো যে হারতে হয়নি, গোলপোস্ট বাঁচিয়ে দিয়েছে তাদের। ৯০ মিনিটে বেতিস এগিয়ে যেতে পারতো। ইসকো তার সাবেক ক্লাবের বিপক্ষে গোল করার খুব কাছে ছিলেন। কিন্তু তার হেড পোস্টে আঘাত করে। স্বস্তির নিশ্বাস ফেলে রিয়াল।