Home জাতীয় সব পতিত জমি চিহ্নিত করে চাষের আওতায় আনতে হবে : কৃষিমন্ত্রী

সব পতিত জমি চিহ্নিত করে চাষের আওতায় আনতে হবে : কৃষিমন্ত্রী

SHARE

কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেছেন, সব পতিত জমি চিহ্নিত করে চাষের আওতায় আনতে হবে। তিনি বলেন, ফসলের উৎপাদন বাড়াতে হবে। উৎপাদন বাড়লে কৃষকের জীবন ব্যবস্হা উন্নত হবে।
কৃষিমন্ত্রী শনিবার সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলার নোয়াঁগাও গ্রামের কৃষকদের সাথে কৃষি উৎপাদন বৃদ্ধির বিষয়ে প্রথম উঠান বৈঠকে এসব কথা বলেন।
নোয়াঁগাও গ্রামের ইন্দু ভূষন পালের বাড়ির উঠান বৈঠকে কৃষকরা তাদের বিভিন্ন সমস্যার কথা মন্ত্রী মহোদয়কে অবহিত করেন। এর মধ্যে সেচের জন্য পানির ব্যবস্হা, গভীর নলকুপ, স্লূইচ গেট, কৃষি ঋনের ব্যবস্হা, আনারস ও লেবু ফসলের জন্য হিমাগার ও জেলি কারখানা স্হাপন।
কৃষিমন্ত্রী সব কৃষকের কথা শুনেন এবং ৫০ দিনের মধ্যে প্রকল্প তৈরি করে মন্ত্রনালয়ে পাঠাতে কৃষি অধিদপ্তরকে নির্দেশনা দেন।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শামসুদ্দিন আহমদ, অতিরিক্ত উপ-পরিচালক নিলুফার ইয়াসমিন মোনিলিসা সুইটি, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন প্রমুখ।