চার বছর আগে চট্টগ্রামরে মিরসরাইয়ে স্কুলছাত্র ফারহান সাকিব হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ এবং একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মুন্সী আবদুল মজিদ এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কাজী সরওয়ার উদ্দিন (পলাতক), মীর হোসেন ও শহীদুল ইসলাম। এদের মধ্যে কাজী সরওয়ার উদ্দিনকে ৩৬৪ ধারায় (হত্যার উদ্দেশ্যে অপহরণ) আরও ১০ বছরের সাজা দেওয়া হয়েছে। অন্য দুইজনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া, মৃত্যুদণ্ডপ্রাপ্ত সরওয়ারের ভাই হোসনে মোবারক রুবেলকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
চট্টগ্রাম জেলা আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।