Home জাতীয় নতুন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন

নতুন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন

SHARE

নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন। আইন মন্ত্রণালয় বৃহস্পতিবার এ সংক্রান্ত নিয়োগ দিয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন তিনি। এ এম আমিন উদ্দিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির টানা দু’বারের সভাপতি। অ্যাটর্নি জেনারেল একটি সাংবিধানিক পদ। সরকারকে সংবিধান, আন্তর্জাতিক চুক্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আইনগত পরামর্শ দিয়ে থাকেন অ্যাটর্নি জেনারেল।