Home জাতীয় ৬২ পৌরসভা নির্বাচনে মেয়র পদে জিতলেন যারা

৬২ পৌরসভা নির্বাচনে মেয়র পদে জিতলেন যারা

SHARE

স্থানীয় সরকার নির্বাচনের তৃতীয় ধাপে দেশের ৬২ পৌরসভায় শনিবার (৩০ জানুয়ারি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এখন পর্যন্ত বেসরকারিভাবে বেশ কয়েকজন জয়ী হয়েছেন। তবে কিছু কিছু পৌরসভায় এখনও ভোট গণনা চলছে। সবশেষ তথ্য অনুযায়ী মেয়র পদে যারা জয়ী হয়েছেন তাদের তালিকা তুলে ধরা হলো:

মেয়র পদে জিতলেন যারা-

১. কি‌শোরগ‌ঞ্জ পৌরসভায় মো.পার‌ভেজ মিয়া (আ.লীগ) ২২ হাজার ৯২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

২. হিলি হাকিমপুর পৌরসভায় জামিল হোসেন চলন্ত (আ.লীগ) ৬ হাজার ৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

৩. কি‌শোরগ‌ঞ্জের ক‌টিয়াদী পৌরসভায় মো. শওকত উসমান শুক্কুর আলী (আ.লীগ) ১৩ হাজার ৩৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

৪. নাটোরের সিংড়া পৌরসভায় জান্নাতুল ফেরদৌস (আ.লীগ) ১৯ হাজার ৪২১ ভোট পেয়ে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন।

৫. ভোলার বোরহানউদ্দিন পৌরসভায় রফিকুল ইসলাম (আ.লীগ) ৭ হাজার ১৯৪ ভোট পেয়ে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন।

৬. ভোলার দৌলতখান পৌরসভায় জাকির হোসেন তালুকদার (আ.লীগ) ৫ হাজার ৮০০ ভোট মেয়র নির্বাচিত হয়েছেন।

৭. ফেনী পৌরসভায় নজরুল ইসলাম স্বপন মিয়াজী (আ.লীগ) ৬৯ হাজার ৩০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

৮. ঝালকাঠির নলছিটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আব্দুল ওয়াহেদ খান ১৪ হাজার ৫শ ৬৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

৯. ময়মনসিংহের ভালুকা পৌর নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হলেন ডাঃ এ কে এম মেজবাহউদ্দিন কাইয়ুম ১৩৭৯৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

১০. গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে মেয়র পদে ১১ হাজার ১শ’ ৪৯ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী মুকিতুর রহমান রাফী বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

১১. নালিতাবাড়ী পৌরসভায় ১২ হাজার ৯৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আবু বক্কর সিদ্দিক।

১২. নকলা পৌরসভায় নৌকা প্রতীকে ১২ হাজার ৭৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামলী লীগের যুগ্ম-সম্পাদক হাফিজুর রহমান লিটন।

১৩. চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকের মো. মতিয়ার রহমান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১৭৭৩৬ ভোট।

১৪. রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শহিদুজ্জামান শহিদ। নৌকা প্রতীকে ১০ হাজার ৯১৪ ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

১৫. নেত্রকোনার দুর্গাপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. আলা উদ্দিন আলাল মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে ১১ হাজার ১২৩ ভোট পেয়েছেন।

১৬. ফেনী পৌরসভায় বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মিয়াজী স্বপন। বেসরকারি ফলাফলে তিনি পেয়েছেন ৬৯ হাজার ৩০৯ ভোট।

১৭. বগুড়ার ধুনট পৌরসভা নির্বাচনে ৩ হাজার ৯০৬ ভোট পেয়ে তৃতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এজিএম বাদশাহ্ (জগ)।

১৮. উলিপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আলহাজ্ব মামুন সরকার মিঠু নৌকা প্রতীক নিয়ে ১৫ হাজার ৫৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

১৯. টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভা নির্বাচনে বিপুলভোটে প্রথমবারের মতো নারী মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত সালমা আক্তার শিমুল। নৌকা প্রতীক নিয়ে সালমা আক্তার শিমুল পেয়েছেন ১২ হাজার ৪৭৮ ভোট।

২০. যশোরের মণিরামপুরে টানা দ্বিতীয় বারেরমতো পৌর মেয়র নির্বাচিত হয়েছেন কাজী মাহামুদুল হাসান। শনিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে ১৪ হাজার ১৯৬ ভোট পেয়ে বিজয়ী হন।

২১. দিনাজপুরের হাকিমপুর পৌরসভার নির্বাচনে দ্বিতীয়বারের মতো আবারো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী জামিল হোসেন চলন্ত।

২২. কটিয়াদী পৌর নির্বাচনে মেয়র পদে আবারও নৌকা প্রতীকের প্রার্থী মোঃ শওকত ওসমান জয়ী হয়েছেন।