Home জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার মাধ্যম হবে বাংলা ভাষা: শিক্ষামন্ত্রী

বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার মাধ্যম হবে বাংলা ভাষা: শিক্ষামন্ত্রী

SHARE

মাতৃভাষা ভিত্তিক শতভাগ শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার মাধ্যম বাংলা ভাষা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ৪ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে এসব কথা বলেন তিনি।

সোমবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট মিলনায়তনে শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনির সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ইউনেস্কো রিপ্রেজেনটেটিভ টু বাংলাদেশ হেড অফ অফিস মিজ বিয়েট্রিস কালডুন।

শিক্ষা সচিব মো: আবু বকর ছিদ্দীকের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো: আখতারুজ্জামান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদ উদ্দিন, শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব এবং উপসচিব।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় মাতৃভাষার বিজ্ঞান ও প্রযুক্তি চর্চা শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল।

আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের মহাপরিচালক মো: বেলায়েত হোসেন তালুকদার ধন্যবাদ জ্ঞাপন করেন।