সম্প্রতি নিজের পোশাকের ব্র্যান্ড শুরু করেছেন শাহরুখ পুত্র আরিয়ান খান। কিন্তু তার সেই ব্র্যান্ডের পোশাকের দাম বেশি হওয়ায় ব্যাপক সমালোচনার মুখেও পড়েছেন তিনি।
গেল ৩০ এপ্রিল প্রকাশ্যে আসে আরিয়ানের লাক্সারি স্ট্রিটওয়্যার ব্র্যান্ড ‘ডি’ ইয়ালভ এক্স’ এর প্রথম পোশাক। তবে এই সব পোশাকের দাম প্রকাশ্যে আসতেই মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থায় পড়েছেন ক্রেতারা।
কারণ, আরিয়ানের ব্র্যান্ডের তৈরি একটি টিশার্টের মূল্য ২৪ হাজার টাকা! জ্যাকেট কিনতে হলে খরচ করতে হবে প্রায় ২ লাখ টাকা!
যদিও প্রথম দিনেই অনলাইনে বিক্রি হয়ে গিয়েছিল সব পোশাক। তবে ছেলের নিজস্ব ব্র্যান্ডের এমন দাম দেখে সরাসরি শাহরুখকে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করে বসেন তার এক ভক্ত। এ দিকে বলিউড বাদশাহও তো চুপ থাকার মানুষ নন। ভক্তের অভিযোগের পাল্টা উত্তর দিয়েছেন তিনিও।
ওই টুইটার ব্যবহারকারী লেখেন, ‘এই জ্যাকেটের মূল্য ১ হাজার থেকে ২ হাজার টাকা করে দিন। এত মূল্য দিয়ে পোশাক কিনলে তো বাড়ি বিক্রি হয়ে যাবে আমাদের।’ আর সেই টুইটের জবাবে শাহরুখ বলেন, ‘ওরা আমাকেও কম মূল্যে পোশাক বিক্রি করছে না। দেখি, কিছু একটা করতে হবে।’
সূত্র : আনন্দবাজার