Home আন্তর্জাতিক টুইটারের নতুন সিইও হলেন লিন্ডা ইয়াকারিনো

টুইটারের নতুন সিইও হলেন লিন্ডা ইয়াকারিনো

26
0
SHARE

টুইটারের নতুন প্রধান নির্বাহী (সিইও) কর্মকর্তার নাম ঘোষণা করেছেন প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্ক। শুক্রবার (১২ মে) ইলন মাস্ক আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। খবর বিবিসির।
এক টুইটে ইলন মাস্ক বলেন, ‘টুইটারের নতুন শীর্ষ নির্বাহী লিন্ডা ইয়াকারিনোকে আমি খুবই আনন্দের সঙ্গে স্বাগত জানাচ্ছি। এখন থেকে লিন্ডা টুইটারের যাবতীয় বাণিজ্যিক কার্যক্রম তদারক করবেন, আর আমি মনযোগ দেব (টুইটারের) প্রোডাক্ট ডিজাইন এবং নতুন প্রযুক্তির ওপর।’
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (১২ মে) রাত ৯টা ৪৯ মিনিটে এ টুইট করেন মাস্ক। তার আগে স্থানীয় সময় দুপুর ১ টা ৪৮ মিনিটে এক টুইটবার্তায় তিনি জানান, টুইটারে নতুন শীর্ষ নির্বাহী নিয়োগ দেয়া হচ্ছে। আগামী ৬ সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে তাকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হবে।
নিজের প্রধান নির্বাহী পদ ছাড়ার বিষয়টি উল্লেখ করে ইলন মাস্ক বলেন, ‘এখন থেকে আমার ভূমিকা হবে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং সিটিও তথা প্রধান প্রযুক্তি কর্মকর্তার। পাশাপাশি বিভিন্ন পণ্য, সফটওয়্যার এবং সিস্টেম অপারেশন দেখভালও করব আমি।’
এর আগে, গত বছরের ডিসেম্বরে টুইটারের মালিক ইলন মাস্ক এক টুইটে বলেছিলেন, ‘যত দ্রুত আমি সিইও’র (টুইটারের) দায়িত্ব নেয়ার মতো বোকা কাউকে খুঁজে পাব তত দ্রুত আমি এই পদ থেকে চলে যাব।’ অবশেষে মাস্ক তার কাঙ্ক্ষিত নেতাকে খুঁজে পেয়েছেন।
লিন্ডা জাকারিনো টার্নার ব্রডকাস্টিং করপোরেশনে প্রায় দুই দশক কাজ করার পর ২০১১ সালে এনবিসি ইউনিভার্সালে যোগ দেন। এনবিসি ইউনিভার্সালে তিনি প্রতিষ্ঠানটির বিজ্ঞাপন সমর্থন করে এমন সরাসরি স্ট্রিমিং পরিষেবা ‘পিকক’ চালু করতে এবং সুপার বৌল এবং অলিম্পিক গেমসের মতো সরাসরি অনুষ্ঠানগুলোর সম্প্রচার তদারকি করতেন। পাশাপাশি তিনি স্ন্যাপচ্যাট, ইউটিউব এবং টুইটারসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানেও কাজ করেছেন।